Friday, June 7, 2013

অরুণোদয়


                সূর্যতপ নাথ
 
 তোমাকে অনেককাল অরণ্যে খুঁজে পাইনি ,একটি  অরণ্য কখনও কখনও চারপাশে সৃষ্টি হয় একটি শিশুর মুখ দেখব বলেখুব ভোরে সূর্যকে দেখি,ধানগাছগুলো খুব অবাক হয়আলপথে পড়ে থাকে খড়চিহ্ন,অরুণোদয় সকাল প্রদক্ষিণ করেদিন শুরু হয়ে যায় ।তোমাকে বৃষ্টি হয়ে উঠতে দেখি সবুজ আরও সবুজে ভরে যায় আমার পৃথিবী বসুন্ধরাবন্ধুরা শিলচর, গুয়াহাটি, কলকাতা থেকে ভারত, ভারত থেকে বাংলাদেশ গিয়ে চাঁদ দেখে জ্যোৎস্না দেখে আমাকে দেখায়সজনে ফুলের মতো ফুটতে থাকে সৌন্দর্য,অতসী ফুলের মতো হলুদ রং গর্বভরে তাকায় বেগুনি আলো ঠিকরে বেরোয় আমার দু’চোখে মহাজাগতিক এক ভালোবাসা লাটিমের মতো ঘুরতে থাকে, সুধাভরে ডাকে আমার মা ।

No comments: